কেক কেটে অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কম এর উদ্বোধন করছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. মো. শাহজাহান মিয়া এমপি

‘সত্যের সাথে সন্ধি’ এই স্লোগানকে সামনে নিয়ে পটুয়াখালীতে অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কম এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী প্রেসক্লাবে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাড. মো. শাহজাহান মিয়া এমপি।

এর আগে পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপ্ন ব্যানার্জীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জালাল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী ইকবাল, স্থানীয় দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মুফতি সালাহউদ্দিন, প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি সংকর লাল দাস, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক কোষাদক্ষ ও বৈশাখী টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি আবদুস সালাম আরিফ।

পটুয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হবে। এর আগে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এসপি