মেহেরপুরে জমকালো আয়োজনে ঢাকা পোস্টের উদ্বোধন
মেহেরপুরে ঢাকা পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে কেক কাটছেন অতিথিরা
সারাদেশের মতো মেহেরপুরেও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কম। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মেহেরপুর প্রেসক্লাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর সাবেক সচিব আলকামা সিদ্দিকী। সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আহম্মেদ।
বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, সাংবাদিক কামরুজ্জামান, সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, সাবেক সম্পাদক রফিকুল আলম, গাংনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম ও ঢাকা পোস্টের মেহেরপুর জেলা প্রতিনিধি মুস্তাািফজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাংগাঠনিক সম্পাদক বেন ইয়ামিন মুক্ত।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তারা সবাই ঢাকা পোস্টের সাফল্য কামনা করেন। তারা আশা করেন, অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকবে।
মুস্তাফিজুর রহমান/এমএসআর