ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে উপজেলার আঠারোবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের। 

তিনি জানান, আঠারোবাড়িতে বেশি মূল্যে সয়াবিন তেল বিক্রির অপরাধে মেসার্স সেলিম ওয়েল মিলকে ১০ হাজার এবং আঠারোবাড়ি ওয়েল মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় দুই হাজার লিটার তেল মজুতকৃত অবস্থায় পাওয়া যায়। পরে সেগুলো আগের দামে বিক্রির ব্যবস্থা করা হয়। 

এসময় জেলা ক্যাবের সাধারণ সম্পাদক জিএম রহমান ফিলিপ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার এবং থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

উবায়দুল হক/এমএএস