সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ঘুমের মধ্যে থাকা অবস্থায় টিলা ধসে প্রাণ হারিয়েছেন অপু পাল নামের এক এনজিও কর্মী। এ সময় তার ছোট ভাইও গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৪ মে) ভোর রাতে উপজেলার লক্ষ্মণাবন্দ ইউনিয়নের চক্রবর্তী পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার লক্ষ্মণাবন্দ ইউনিয়নের চক্রবর্তী গ্রামের ডা. নকুল পালের ছেলে। তিনি নিশ্চিন্ত আইডিয়াল একাডেমির সাবেক শিক্ষক। বর্তমানে তিনি বেসরকারি সংস্থা আশায় কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে এসব জানান গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশীদ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত অপু পালের বসতঘরের পাশেই পাহাড়ি টিলা রয়েছে। গত দুদিনের অব্যাহত বৃষ্টিতে শনিবার ভোর রাতে টিলা ধসে পড়ে। এতে ঘরের দেয়াল ভেঙে মাটিচাপা পড়ে ঘুমের মধ্যেই প্রাণ হারান তিনি। এ সময় তার ছোট ভাইও গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করা হলেও তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

অপু পালের ছোট ভাই বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মাসুদ আহমদ রনি/এনএ