কক্সবাজার শহরের পর্যটনজোন থেকে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫ এর সদস্যরা। রোববার (১৫ মে) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব সদস্যরা। 

আটকরা হলেন উখিয়ার রত্নাপালং তেলিপাড়ার ছাবের আহাম্মদের ছেলে মো. সাইফুল ইসলাম ও ঝিলংজা দরিয়া নগর বড়ছড়ার আবদুর রহিমের ছেলে মো. শফিক। 

র‍্যাব ১৫ এর গণমাধ্যম ও আইন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দীন জানিয়েছেন, শহরে কলাতলী মোড় এলাকায় অপরাধীরা মাদক বিক্রয়, ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য অবস্থান করছে এমন খবর পায় র‍্যাব।

এমন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে একটি দল ঘটনাস্থলে পৌঁছে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি চাকু উদ্ধার করা হয়। 

মো. বিল্লাল উদ্দীন আরও জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা পেশাদার ছিনতাইকারী। বিভিন্ন ধরনের মাদক সেবনসহ অস্ত্রের ভয় দেখিয়ে নানা অপরাধ করে তারা। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকতা।

সাইদুল ফরহাদ/আরআই