গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নূর গ্রুপের রায়হান নিট কম্পোজিট নামে একটি পোশাক তৈরির কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের দেড় ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

জানা যায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় নূর গ্রুপের রাইয়ান নিট কম্পোজিট লিমিটেড নামে একটি পোশাক কারখানার ৫ তলায় আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এর দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক সাইফুল ইসলাম জানান, তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সাইফুল ইসলাম আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও ইপিজেড ফায়ার সার্ভিসের ৩টিসহ মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার দেড় ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আসে।

শিহাব খান/আরআই