নরসিংদীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ইট-বালু ব্যবসায়ী নিহত
নরসিংদীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নয়ন মিয়া (৩৫) নামে এক ইট-বালু ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৮ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা নগদ ৫০ হাজার টাকাও নিয়ে যায়। নয়ন মিয়া মেহেরপাড়া এলাকার চৌয়া গ্রামের মানিক মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, গত কয়েকমাস ধরে ইট ও বালু ব্যবসায়ী নয়ন মিয়ার কাছে চাঁদা দাবি করে আসছিল একই এলাকার মাহফুজ ও তার সহযোগীরা। চাঁদা না দেওয়ায় নয়ন মিয়াকে একাধিকবার মেরে ফেলার হুমকিও দেয় তারা। এর মধ্যে বুধবার সন্ধ্যায় নয়ন মিয়া তার দোকানে ঢুকলে মাহফুজ ও তার সহযোগীরা পেছন থেকে আক্রমণ করে ছুরি দিয়ে আঘাত করে দোকানে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নয়ন মিয়াকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় ।
বিজ্ঞাপন
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ) সাহেব আলী পাঠান জানান, মূল ঘটনা কীভাবে ঘটছে তা এখনই নিশ্চিত বলতে পারছি। তবে এই ঘটনার মূল হোতাদের একজন মাহফুজকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারেও অভিযান চলছে। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে আছে।
রাকিবুল ইসলাম/এসকেডি
বিজ্ঞাপন