আসামি নিয়ে থানায় ফেরার সময় পুলিশ কর্মকর্তা নিহত, আহত ৭
মৌলভীবাজারের রাজনগরে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় চার পুলিশ সদস্য ও তিন আসামি আহত হয়েছেন। শনিবার (২১ মে) ভোরে রাজনগরের মহাসহস্র নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য হলেন- রাজনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সমিরন চন্দ্র দাশ (৪০)। তার বাড়ি হবিগঞ্জ সদর থানার পাঁচপাড়িয়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এসআই সমিরন, শওকত মাসুদ ভূইয়া, সোলেমান আহমদ, এএসআই জাহাঙ্গীর আলম, কনস্টেবল মাসুদ মিয়া ও কনস্টেবল আজিজ হোসেন দায়িত্ব পালন শেষে পুলিশের পিকআপ ভ্যানে করে থানায় ফিরছিলেন। পথে তাদের বহনকারী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মহাসহস্র নামক স্থানে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠায়। পরে দায়িত্বরত চিকিৎসক এসআই সমিরন চন্দ্র দাশকে মৃত ঘোষণা করেন। একইসঙ্গে এসআই শতকত মাসুদ ভূইয়া, কনস্টেবল মাসুদ মিয়া ও কনস্টেবল আজিজ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বিজ্ঞাপন
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, পুলিশ সদস্যরা দায়িত্ব পালন শেষে আসামি নিয়ে থানায় ফিরছিলেন। বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের এক এসআই নিহত হন ও চার পুলিশ ও তিন আসামি আহত হয়।
ওমর ফারুক নাঈম/এসপি
বিজ্ঞাপন