কবিরহাটে ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
নোয়াখালীর কবিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই আবদুল হাই মাস্টারের (৩৭) লাঠির আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেনের (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২১ মে) বিকেলে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের নবাবপুর গ্রামের গফুর মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
তারা কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের নবাবপুর গ্রামের গফুর মেম্বারের বাড়ির মৃত আব্দুল গফুরের ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই পলাতক রয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের তর্কাতর্কির এক পর্যায়ে বড় ভাই দেলোয়ার হোসেনের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন ছোট ভাই আবদুল হাই মাস্টার। এসময় মাথা ফেটে তিনি অচেতন হয়ে পড়েন। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে মাইজদী শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে। আমরা সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে থানায় নিয়ে এসেছি। রোববার (২২ মে) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
হাসিব আল আমিন/এসকেডি