ভোলায় ছাত্রদল সভাপতির বহিষ্কার দাবিতে বিক্ষোভ
ভোলা জেলা ছাত্রদল সভাপতির বহিষ্কার দাবিতে বিক্ষোভ মিছিল
ভোলা জেলা ছাত্রদল সভাপতির বহিষ্কারসহ মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করা হয়েছে। সদর থানা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করে।
জানা যায়, রোববার (২০ডিসেম্বর) দুপুরে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমকে বহিষ্কার দাবি করে বলেন, সভাপতির পদ পাওয়ার পর থেকেই স্বেচ্ছাচারিতাসহ অর্থের বিনিময়ে বিবাহিত, মাদকাসক্ত এবং অছাত্র ব্যক্তিদের কমিটিতে এনে নানাভাবে বিতর্কিত হয়েছেন।
বক্তব্যে ভোলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ রুবেল বলেন, আলমের এসব অনৈতিক কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কার করা প্রয়োজন বলে মনে করছেন নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন সাখাওয়াত সাকিল, মাহফিজুর রহমান বাপ্পি, আশিক, ইমরান হোসেন, সায়েদ ইশতিয়াক পিয়াস, ফারহান ইভান, ইব্রাহিম, ইমতিয়াজ, মুনসহ সদর থানা, পৌর ও কলেজ শাখার ছাত্রদল নেতাকর্মীরা।
এমএসআর