বালিশে মিলল ৩ কেজি গাঁজা, গ্রেফতার ১
গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিশেষ কায়দায় বালিশের মধ্যে তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ। রোববার (২০ডিসেম্বর) দুপুরে সৈয়দপুর রেলস্টেশন প্লাটফর্মের উত্তর পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম আসলাম হোসেন (৫৭)। সে পাবনা জেলার ঈশ্বরদী থানার অরনকোলা এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।
বিজ্ঞাপন
রেলওয়ে পুলিশ সূত্র জানায়, দুটি বালিশের ভেতর গাঁজা বহন করছিল আসলাম হোসেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়াও তার বিরুদ্ধে কুড়িগ্রাম ও পাবনা জেলার ঈশ্বরদী থানায় চারটি মাদক মামলা রয়েছে।
এমএসআর