ভারতের জম্মু ও কাশ্মীর থেকে পালিয়ে কক্সবাজারে আসা সাত রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (২৪ মে) বিকেল ৪টার দিকে টেকনাফের ২১ নং চাকমারকুল ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- গুল বাহার (৬০),  আবু তাহের (২৭), হামিদা বেগম (২৪), আবুল মনসুর (২১), ইয়াছমিন (১৮), খুশিদা (০৩) ও আয়েশা (৬৫)।

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, তারা জম্মু ও কাশ্মীর থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। আয়েশা তার পরিবার  নিয়ে কয়েক বছর আগে মিয়ানমার থেকে ভারতে চলে যান। পরে তারা আজ ক্যাম্পে প্রবেশকালে আমর্ড পুলিশের হাতে আটক হন। আটক সাতজনকে ক্যাম্প ইনচার্জের কাছে হস্তান্তর করা হবে।

ক্যাম্প ইনচার্জ কার্যালয় সূত্রে জানা যায়, আটক সাতজনকে কুতুপালং ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাদের ভাসানচরে পাঠানো হবে। 

সাইদুল ফরহাদ/আরএআর