জাতির কাছে সরকারকে ক্ষমা চাইতে হবে : দুলু
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের ১৮ কোটি মানুষের প্রাণের স্পন্দন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি দিয়ে দেশের সব মানুষের হৃদয়ে আঘাত করেছেন। এ জন্য অনতিবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। দেশের জনগণ রাজপথে নেমে আন্দোলনের মাধ্যমেই এই অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করবে।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে সিরাজগঞ্জের ইবি রোডস্থ ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
দুলু আরও বলেন, দেশে নিরব দুর্ভিক্ষ চলছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আজ আকাশ চুম্বি, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সামনে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে দেশনায়ক তারেক রহমান যে আন্দোলন-সংগ্রামের ডাক দিবে সেই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। দেশের জনগণ রক্ত দিতে প্রস্তুত, রক্ত দিয়েই এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে নামাব ইনশাআল্লাহ।
ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা বিএনপিসহ-সভাপতি মজিবর রহমান লেবু। পরিচালনা করেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্র্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
বিজ্ঞাপন
এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি গাজী আজিজুর রহমান দুলাল, আনিসুজ্জামান পাপ্পু, নাজমুল হাসান তালুকদার রানা, শ্রী অমর কৃষ্ণ দাস, খ ম রকিবুল হাসান রতন, মতিয়ার রহমান সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহেদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামানসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
শুভ কুমার ঘোষ/আরআই