বাগেরহাটের শরণখোলা থেকে হরিণের ২টি চামড়া ও এক জোড়া সিং উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৬ মে) ভোররাতে উপজেলার উত্তর রাজাপুর গ্রামের সৌদি প্রবাসী আবুল হোসেন খানের নির্মাণাধীন বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। 

তবে প্রবাসীর পরিবারের অভিযোগ তাদের ফাঁসাতে প্রতিপক্ষ ওই চামড়া ও শিং রেখে পুলিশে খবর দিয়েছে।

আবুল বাশার খানের ভাই রহিম খান জানান, তারা তিন ভাই সৌদি প্রবাসি। তাদের প্রতিবেশী সুলতান মাস্টারের ছেলে মিরাজ খানকে আমরা সৌদি নিয়ে যাই। সৌদি নেওয়ার পর তাদের সাথে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে আমাদের ফাঁসাতে এ কাজ করা হয়েছে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল শরণখোলার উত্তর রাজাপুর গ্রামের আবুল হোসেনের নির্মাণাধীন বাড়ি থেকে পলিথিন ও কাপড়ে পেঁচানো দুটি চামড়া ও এক জোড়া শিং উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আদালতের নির্দেশে শিং ও চামড়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

তানজীম আহমেদ/আরআই