কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মেয়র প্রার্থী মাসুদ
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন থেকে অবশেষে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান। বৃহস্পতিবার (২৬ মে) বিকেল ৩টার দিকে কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
পরে মাসুদ পারভেজ খান ইমরান বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ছোটরা এলাকার আঞ্চলিক সার্ভার স্টেশন কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে গিয়ে নিজেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর ফলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের আর কোনো দলীয় বাধা রইল না।
বিজ্ঞাপন
মাসুদ পারভেজ খান আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য এবং ব্যবসায়ীদের সংগঠন কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আফজল খানের বড় ছেলে।
সংবাদ সম্মেলনে মাসুদ পারভেজ খান ইমরান বলেন, দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমি দলের সবাইকে নৌকার পক্ষে কাজ করার জন্য অনুরোধ করছি। এক সময় কুমিল্লায় আওয়ামী লীগ বলতে আফজল খানকে বোঝাত। আমার বাবা আফজল খান দলের দুঃসময়ের নেতা ছিলেন। কুমিল্লায় আওয়ামী লীগকে তিনি আমৃত্যু ধরে রেখেছিলেন। দলের স্বার্থে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
বিজ্ঞাপন
এ সময় ইমরানের সমর্থকরা তার পক্ষে দফায় দফায় স্লোগান দিয়ে তাকে নির্বাচনে থাকার জোর দাবি জানালে তিনি সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান।
আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার এবং কুমিল্লা নাগরিক ফোরামের সভাপতি কামরুল হাসান বাবুল।
আরএআর