গাজীপুরে নার্সিং প্রশিক্ষণ নিয়ে রোগীদের চিকিৎসা, জেল-জরিমানা
গাজীপুরে লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচালনা ও ভুয়া চিকিৎসক দিয়ে গর্ভপাতের অভিযোগে জনসেবা স্বাস্থ্য কেন্দ্রের পরিচালককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে নগরীর মিরেরবাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। এ সময় গাজীপুর জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, লাইসেন্স ছাড়া ক্লিনিকটি পরিচালনা করা হচ্ছিল। ক্লিনিকের পরিচালক জাহানারা খাতুন নিজে নার্সিং প্রশিক্ষণ নিয়ে চিকিৎসক সেজে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে রোগীর গর্ভপাত করার সময় হাতেনাতে তাকে আটক করা হয়।
এ জন্য তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগেও একই অভিযোগে তাকে দুই মাসের কারাদণ্ড ও জরিমানা করা হয় বলে জানান তিনি।
বিজ্ঞাপন
শিহাব খান/এনএ