সাবেক এমপি গৌতম চক্রবর্তী আর নেই
অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলুদুয়ার) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী মারা গেছেন। শুক্রবার (২৭ মে ) দুপুর দুপুর দেড়টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
গৌতম চক্রবর্তীর জামাতা বচ্চন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
বিজ্ঞাপন
গৌতম চক্রবর্তী বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক সম্পাদক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য গৌতম চক্রবর্তীর মরদেহ টাঙ্গাইলের নাগরপুরের নিজ বাড়িতে নিয়ে আসা হবে। পরে তার অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গৌতম চক্রবর্তী ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-৬ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
বিজ্ঞাপন
অভিজিৎ ঘোষ/আরএআর