হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ মে) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি। তিনি জানান, রোববার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং হতাহতের খবর জানা যায়নি।  

এসপি