বগুড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা নবজাতক, মা-বাবাসহ চারজন গুরুতর হয়েছে। বুধবার (০১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ছয় দিনের নবজাতক সন্তান নিয়ে মাইক্রোবাসযোগে শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে সাবগ্রাম আকাশতারা এলাকায় ট্রেন ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা নবজাতকসহ চারজন গুরুতর আহত হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এসপি