বগুড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা শিশুর মৃত্যু
বগুড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা মারদিয়া নামে ১৫ দিন বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা মারুফা আকতার (৩০), বাবা মিন্টু মিয়া (৩৫), শালিকা সানজিদা আকতার ও মিম আকতার আহত হয়েছেন।
বুধবার বেলা ১২টার দিকে শহরতলীর আকাশতারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মারদিয়া ঢাকার মোহাম্মদপুর এলাকার মিন্টুর মেয়ে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে মিন্টু ঢাকা থেকে মাইক্রোবাসে( ঢাকা মেট্রো-চ ১৫-৮৩৯৩) তার স্ত্রী ও নবজাতক জমজ দুই সন্তান এবং দুই শ্যালিকাকে নিয়ে আকাশতারা এলাকায় শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে লালমনিরহাট থেকে সান্তাহারগামী মেইল ট্রেন ক্রসিংয়ের জন্য রেললাইনের পাশেই মাইক্রোবাসটি থামায়।
বিজ্ঞাপন
ট্রেনটি যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসটিতে ধাক্কা লেগে উল্টে গিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে আটকে যায়। পরে স্থানীয়রা মাইক্রোবাসে থাকা সবাইকে উদ্ধার করে। এতে ঘটনাস্থলে জমজ নবজাতকদের মধ্যে মারদিয়ার মৃত্যু হয় এবং নবজাতকের মা-বাবাসহ ৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের মধ্যে মিন্টু মিয়ার অবস্থা আশঙ্কাজনক।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটি আমাদের হেফাজতে নিয়েছি। আহতদের চিকিৎসার জন্য হাসাপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাস চালক পলাতক রয়েছে। চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
এমএএস