চাঁদপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে কামরুল হাসান বুধবার দুপুরে যোগদান করেছেন। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আল-আমিন চাঁদপুরসহ চার জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদায়ন ও বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। একই প্রজ্ঞাপনে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে নেত্রকোনা জেলায় জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়।

নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান প্রথমবারের মতো কোনো জেলায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করার পূর্বে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ে উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট (বিয়াম) এর সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন। মাঠ পর্যায়ে তিনি রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলায় ও ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এমএএস