নড়াইলে মাদক মামলায় দুই নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কেরামত আলী এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোরের বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী  মোছা. নাসিমা খাতুন ও একই গ্রামের আজগার আলীর স্ত্রী মোছা. ববিতা খাতুন। রায় ঘোষণার সময় আসামি নাসিমা আদালতে উপস্থিত ছিলেন। তবে ববিতা পলাতক রয়েছেন। 

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩১ মার্চ কালিয়া উপজেলার পেড়লী ফাজিল মোল্লা সড়কে ফকরুল শেখের বাড়ির পাশে কালিয়া থানা পুলিশ মাদকবিরোধী চেকপোস্ট বসায়। চেকপোস্টে তল্লাশি চলাকালে নাসিমা ও ববিতা হেঁটে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করেন। তাদেরকে দায়িত্বরত পুলিশ সদস্যদের সন্দেহ হলে তল্লাশি করে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়।  এ ঘটনায় কালিয়া থানা পুলিশ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ২৯ এপ্রিল কালিয়া থানা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালে জামিনে মুক্ত হয়ে আসামি ববিতা পালিয়ে যান। 

এ অবস্থায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।

আরএআর