সরকারি ব্রজমোহন কলেজের অনার্স প্রথম বর্ষের ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে শিক্ষার্থী সাইফুল্লাহ সাইফের সভাপতিত্বে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।

শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ফি নির্ধারিত থাকলেও মানছে না কলেজ কর্তৃপক্ষ। বরং প্রথম বর্ষের ফরম পূরণের সঙ্গে দ্বিতীয় বর্ষের সেশন ফি আদায় করা হচ্ছে। সব কলেজে এক ফি আদায় করা হলেও ব্রজমোহন কলেজে তা মানা হচ্ছে না।

শিক্ষার্থী সাইফুল্লাহ সাইফ জানিয়েছেন, বিক্ষোভ কর্মসূচি পালন শেষে অধ্যক্ষের কাছে দাবি তুলে ধরা হয়েছে। তিনি শনিবার শিক্ষার্থীদের সঙ্গে বসবেন। দাবি আদায় না হলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করব।

তবে সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া জানিয়েছেন, আমরা অতিরিক্ত টাকা আদায় করছি না। যা ফি তাই নিচ্ছি। কিন্তু এদের মধ্যে অনেকের পারিবারিক অবস্থা ভালো না। তারা অনেকেই ফি কমাতে এ আন্দোলন করছে। 

সৈয়দ মেহেদী হাসান/এমএএস