রাজবাড়ীর পাংশায় ডাক্তার দেখাতে যাওয়ার পথে মাইক্রোবাস চাপায় অমিত কুমার ভোলা (৩৫) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুন) দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশার সুগন্ধা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অমিত কুমার ভোলা রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুরা গ্রামের নরেন হালদারের ছেলে। তিনি চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অমিত কুমার ভোলা চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে মোটরসাইকেলে করে পাংশায় যাচ্ছিলেন। পাংশা সুগন্ধা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

পাংশা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, পাংশা সুগন্ধা ফিলিং স্টেশনের সামনে দ্রুতগতির একটি মাইক্রোবাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলের চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব বলেন, অমিত কুমার ভোলা ইউনিয়ন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি খুবই নম্র ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

মীর সামসুজ্জামান/আরএআর