হরতাল শেষে নতুন কর্মসূচি ঘোষণা কাদের মির্জার
নোয়াখালীতে সকালে হরতাল চলাকালে নেতাকর্মীদের নিয়ে মিছিল করেন কাদের মির্জা
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ডাকা অর্ধদিবস হরতাল শেষ হয়েছে। হরতাল শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় হরতাল শেষ হয়।
বসুরহাট পৌরসভার বাসস্ট্যান্ডে এক সংবাদ সম্মেলনে শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেন কাদের মির্জা। এ সময় তিনি বলেন, নোয়াখালীর অপরাজনীতির বিরুদ্ধে সব সময় কথা বলে যাব। যতদিন পর্যন্ত দাবি না মানবে ততদিন আন্দোলন চালিয়ে যাব।
বিজ্ঞাপন
এর আগে নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শককে (তদন্ত) প্রত্যাহার এবং চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজকে গ্রেপ্তারের দাবিতে দ্বিতীয় দিনের মতো হরতাল কর্মসূচি পালন করেন কাদের মির্জা।
কোম্পানীগঞ্জ থানা পুলিশের কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) জহির ঢাকা পোস্টকে বলেন, পুলিশের একটি টহল মিনি পিকআপ হামলার স্বীকার হয়। এ বিষয়ে উপরের মহলকে জানানো হয়েছে। এ ছাড়া কোথাও অগ্নিসংযোগ বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন যান চলাচল স্বাভাবিক আছে।
বিজ্ঞাপন
মিনি পিকআপ ভাঙচুরের বিষয়ে মির্জা কাদেরের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
হাসিব আল আমিন/এসপি