নিহত মেশকাত হাসান

পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন বড় ভাই। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার টিএন্ডটি সড়কে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। তিনি জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মসমর্পণকারীকে থানায় আটক রাখা হয়েছে। এখনো থানায় কোনো মামলা করা হয়নি। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।

জানা গেছে, উপজেলা শহরের টিএন্ডটি সড়কের বাসিন্দা আমীর আলী তালুকদারের মেজ ছেলে মেহেদী হাসান (৩২) ও ছোট ছেলে মেশকাত হাসানের (২৩) মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার (৪ জুন) মাঝরাতে মেশকাতকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন মেহেদী হাসান।

পরে ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে সকাল ৭টার দিকে নলছিটি থানায় উপস্থিত হয়ে ছোট ভাইকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেন তিনি।

আত্মসমর্পণকারী মেহেদী হাসান

এ বিষয়ে তাদের বড় ভাই রুহুল আমিন জানান, ভোর রাতে অবস্থার অবনতি হলে ৫টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। চিকিৎসারত অবস্থায় সকাল সাড়ে ৬টায় মারা যান মেশকাত। অতিরিক্ত রক্তক্ষরণ এবং মাথায় আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।

স্থানীয় ব্যক্তিরা বলছেন, মেহেদী হাসানের স্ত্রীর সঙ্গে নিহত মেশকাতের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি বারণ করা সত্ত্বে শনিবার ভাবির সঙ্গে দেখা করতে যান মেশকাত। এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেন মেহেদী।

সৈয়দ মেহেদী হাসান/এনএ