হবিগঞ্জের বানিয়াচংয়ে এক সঙ্গে ৩ সন্তান জন্ম দেওয়ার পর পলি রানী দেব (২৮) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। রোববার (৫ জুন) ভোর ৫টায় সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

পলি রানী দেব বানিয়াচং উপজেলা সদরের দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত যাত্রাপাশা গ্রামের বাসিন্দা ও উপজেলা প্রাণিসম্পদ অফিসে কর্মরত দীপক দেবের স্ত্রী। পলি রানী দেব একই উপজেলার যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

অপরদিকে, জন্ম নেয়া ৩টিই মেয়ে শিশু। এর মধ্যে ১টি শিশু মারা যাওয়ার পর পরই অপর ২টি শিশুর অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাদের একই হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে। একই দম্পতির রশ্মি দেব (৭) নামে আরও এক কন্যা সন্তান রয়েছে। 

৩ দিন আগে সিলেটে একটি ক্লিনিকে সিজার হয় পলি রানীর। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেই আজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএএস