চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর থেকে ইয়াসিনের (২৮) মুঠোফোন বন্ধ রয়েছে। এ ঘটনায় রোববার (৫ জুন) ভোর থেকে পরিবারের লোকজন চমেক হাসপাতাল এবং বিএম কনটেইনার ডিপোসহ বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজি করেছেন। কিন্তু এখনো তার কোনো সন্ধান মেলেনি। 

নিখোঁজ ইয়াসিনের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের গোসাইপুর গ্রামে। তার বাবার নাম বদিউল আলম খোকা মিয়া। তিন ভাই চার বোনের মধ্যে ইয়াসিন দ্বিতীয়। 

ইয়াসিনের বাবা বদিউল আলম জানান, প্রায় দশ বছর আগে তার ছেলে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে চাকরি নেয়। বর্তমানে সে বিএম ডিপোর একজন লরিচালক। শনিবার রাতে আগুন লাগার কিছু সময় আগে তার লরি কনটেইনার লোড করার জন্য ডিপোর ভেতরে লাইনে ছিল। বিস্ফোরণের খবর পেয়ে ছেলের মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হই। 

তিনি আরও বলেন, দুর্ঘটনার আগের দিন রাতে মুঠোফোনে ছেলের সঙ্গে কথা হয়েছিল। কদিন পরে ছুটি নিয়ে তার বাড়িতে আসার কথা ছিল। কিন্তু আগুন লাগার ঘটনার পর থেকে সে নিখোঁজ রয়েছে। বার বার চেষ্টা করেও তার মুঠোফোন নম্বরে সংযোগ পাওয়া যাচ্ছে না। 

এসপি