তেল সংগ্রহে এলাকাবাসী

কিশোরগঞ্জ-ভৈরব সড়কের সদর উপজেলার নতুন জেলখানা এলাকায় তেলবাহী লরির চাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। তেলবাহী লরিটি দুর্ঘটনার কবলে পড়ার পর তেল সংগ্রহের মহোৎসবে মেতে উঠেছে এলাকাবাসী।

জানা যায়, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে নতুন জেলখানা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লরিটি দুর্ঘটনার কবলে পড়ে। লরির চাপায় মোটরসাইকেলের এক আরোহী গুরুতর আহত হলে তাকে কিশোরগঞ্জ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার পরিচয় পাওয়া যায়নি।

কটিয়াদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভৈরব থেকে তেল নিয়ে শেরপুরের দিকে যাচ্ছিল লরিটি। পথে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশের জমিতে পড়ে যায়। এ সময় ট্যাঙ্ক ফেটে তেল পড়তে দেখা যায়।

এদিকে লরিটি দুর্ঘটনায় পতিত হলে ট্যাঙ্ক থেকে পড়ে যাওয়া তেল নিতে মানুষের মাঝে বিশৃঙ্খলা দেখা দেয়। বিভিন্ন পাত্রে তেল নিয়ে যেতে দেখা যায় তাদের।

এসকে রাসেল/এমএসআর