মেয়র মুক্তার আলী

আবারও গ্রেপ্তার হয়েছেন রাজশাহীর আড়ানি পৌরসভার মেয়র মুক্তার আলী। সোমবার (৬ জুন) দিবাগত মধ্যরাতে পৌর এলাকার পিয়াদাপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র আইনের মামলায় মুক্তার আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

উচ্চ আদালতে নেওয়া জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে হাজির না হওয়ায় এই পরোয়ানা জারি হয়। নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার (৭ জুন) দুপুরের দিকে তাকে আদালতে তোলা হয়।

এক পল্লী চিকিৎসককে মারধরের মামলায় গত বছরের ৭ জুলাই মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে ৪টি বিদেশি আগ্নেয়াস্ত্র, নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও ইয়াবা উদ্ধার করা হয়।

ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মুক্তার আলী পালিয়ে যান। ওই অভিযানে মেয়রের স্ত্রী জেসমিন আক্তার (৪০) এবং দুই ভাতিজা সোহান (২৫) ও শান্ত (২৩) গ্রেপ্তার হন।

এর দুই দিন পর ৯ জুলাই পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। এর ৩ দিন পর ১২ জুলাই মেয়র মুক্তার আলীকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

দীর্ঘদিন কারাবরণ শেষে উচ্চ আদালতের জামিনে মুক্ত হন মুক্তার আলী। উচ্চ আদালতের নির্দেশে পরে তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার হয়। গত ২২ মার্চ থেকে মেয়রের দায়িত্বপালন করছিলেন মুক্তার আলী।

ফেরদৌস সিদ্দিকী/আরআই