বিএফইউজে সভাপতির ওপর হামলার প্রতিবাদ
বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে)। মঙ্গলবার (৭ জুন) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে হামলাকারিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় ।
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- বিএফইউজের যুগ্ম মহাসচিব অমিত রায়, এমইউজের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, এমইউজে নেতা জগদীশ চন্দ্র সরকার, নিয়ামুল কবীর সজল, হোসাইন শাহীদ, রাকিবুল হাসান রুবেল প্রমুখ ।
বিজ্ঞাপন
এ সময় বক্তারা জাতীয় প্রেসক্লাব চত্বরে বিএনপির কর্মসূচি চলাকালীন ওমর ফারুকের ওপর হামলা পরিকল্পিত কি না সেটি প্রশাসনের খুঁজে বের করে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য দাবি জানান।
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, বিএফইউজের সভাপতির ওপর হামলা, সাংবাদিক সমাজের ওপরই হামলা। এ ধরনের ঘটনায় আমরা উদ্বিগ্ন। সাংবাদিক সমাজ কোনো অবস্থাতেই তা মেনে নিতে পারে না।
বিজ্ঞাপন
উবায়দুল হক/আরআই