বাগেরহাটে সরকারি চাল মজুত, জরিমানা ৩০ হাজার
বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারে সরকারি চাল মজুতের দায়ে মক্কা অটো রাইস মিলের তত্ত্বাবধায়ক আল মামুনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২২২ বস্তা চাল জব্দ করা হয়।
মঙ্গলবার (৭ জুন) বিকেলে উপজেলার চুলকাঠি বাজারে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মারজানা আক্তার এই চাল জব্দের আদেশ দেন।
বিজ্ঞাপন
পরে জব্দ চালগুলো জেলা খাদ্য গুদামে পাঠানো হয়েছে। এ ছাড়া চালের মূল মালিক রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের সরকারি ডিলার মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে নিয়মিত মামলার আদেশ দিয়েছে এই আদালত। এর আগেও সরকারি চাল অবৈধভাবে সংরক্ষণের অপরাধে আটক হয়েছিলেন মোস্তাফিজুর রহমান।
বিজ্ঞাপন
অভিযানের সময় বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম তাহসিনুল হক ও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনতোষ মজুমদার উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার মারজানা আক্তার বলেন, সরকারি বস্তায় চাল ভরে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে মক্কা অটো রাইস মিলসের গোডাউনে মজুত করা হয়েছিল। চালগুলো জেলা খাদ্য গুদামে পাঠানো হয়েছে। এ ছাড়া মিলের তত্ত্বাবধায়ক আল মামুনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তানজীম আহমেদ/আরআই