টাঙ্গাইলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির আহ্বায়ক আবুল কাশেমকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে শহরের ঢাকা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বুধবার (৮ জুন) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

আহত আবুল কাশেম জানান, পূর্বনির্ধারিত ঘোষণা মোতাবেক সকালে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে জেলা জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পার্টির মহাসচিব মো. মজিবুল হক চুন্নুকে সঙ্গে নিয়ে তিনি সভাস্থলে যাওয়ার পথে প্রতিপক্ষ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মোজাম্মেল হকের লোকজন তাকে সভাস্থলে যেতে বাধা দেন।

একপর্যায়ে প্রেসক্লাবের দ্বিতীয় তলায় উঠার সঙ্গে সঙ্গে তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে দলীয় লোকজন তাকে উদ্ধার করে শহরের বেসরকারি একটি ক্লিনিকে ভর্তি করেন। এ সময় জাতীয় পা‌র্টির কে‌ন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টির সাংগঠ‌নিক সম্পাদক এনাম জয়নাল আবেদীন আহত হ‌য়েছেন। এ ঘটনায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

তবে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মোজাম্মেল হক জানান, আবুল কাশেমকে ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে খবর পেয়েছি। তবে আমার লোকজন এ ঘটনা ঘটায়নি। জাতীয় পার্টির মহাসচিব মো. মজিবুল হক চুন্নু, কাশেমসহ আমরা একত্রেই সভা কক্ষে ছিলাম। তিনি মিথ্যা অভিযোগ দিচ্ছেন।

টাঙ্গাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, আহত হয়ে ক্লিনিকে ভর্তির ঘটনা জেনেছি। তবে ছুরিকাঘাত না অন্যকিছুতে আহত হয়েছেন সে বিষয়টি নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিজিৎ ঘোষ/আরএআর