নারায়ণগঞ্জে বিজেপির মুখপাত্র কর্তৃক মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ করেছেন খেলাফত মজলিসের নেতা-কর্মীরা। এ সময় শতাধিক নেতা-কর্মী সমাবেশস্থলে সমবেত হয়ে ভারতের সেই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বুধবার (৮ জুন) বিকেল ৫টায় শহরের বঙ্গবন্ধু সড়কের প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

ডা. মোসাদ্দেকের সভপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা আহাম্মেদ আল কাশেমী ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা খেলাফত মজলিসের আমীর সিরাজুল ইসলাম মামুন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আহাম্মেদ আল কাশেমী বলেন, রাসুলের (সা.) প্রতি ভালোবাসা প্রত্যেক মুসলিম নর-নারীর মধ্যে রয়েছে। সুতরাং রাসুলকে কটাক্ষ করে কথা বলা বরদাশত করা হবে না। ভারতীয় দোষরদের বলতে চাই, আজ ইসলামকে কুক্ষিগত করতে যে অপচেষ্টায় তোমরা লিপ্ত হয়েছ, তা কোনো দিনও বাস্তবায়ন হবে না।

তিনি আরও বলেন, শুধু ভরতীয় পণ্য বর্জনের মাধ্যমে নয় বরং তাদের এই দেশ থেকে যেসব সুবিধা দেওয়া হয়, তা অনতিবিলম্বে বন্ধ করে দিতে হবে। ওই বিজেপির দুই নেতাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় আইনের আওতায় আনতে হবে। নতুবা দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় সমাবেশ শেষে খেলাফত মজলিস একটি মিছিল নিয়ে নগরীর বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে।

এনএ