বাড়িতে বউ না আসায় শ্বশুরকে অপহরণ
রংপুরের পীরগঞ্জে বউ বাড়িতে না আসায় জামাতার (জামাই) বিরুদ্ধে ব্যবসায়ী শ্বশুরকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগ পেয়ে ৪ ঘণ্টার মধ্যে অপহরণের শিকার জয়নাল আবেদীনকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনাটি সোমবার (১৩ জুন) রাতে পীরগঞ্জ উপজেলার খালাশপীর হাট এলাকায় ঘটে। খবর পেয়ে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহায়তা চান তার পরিবার। পুলিশ রাতেই অপহৃতকে উদ্ধারে অভিযান চালায়।
বিজ্ঞাপন
এ ঘটনায় মঙ্গলবার বিকেলে রফিকুল ও তার বাবাসহ ৯ জনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছে জয়নাল আবেদীনের ছেলে মশিউর রহমান। এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
এদিকে এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৫ মাস আগে আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে রাকিবুল (২০) ও তাসনিমের (১৮) বিয়ে হয়। রাকিবুল ইসলাম উপজেলার বড় আলমপুর ইউনিয়নের আকুবেরপাড়া গ্রামের সোবহান আলীর ছেলে। আর পাশের গ্রাম ছোট রসুলপুরের মসলা ব্যবসায়ী জয়নাল আবেদীনের মেয়ে তাসনিম বেগম।
বিজ্ঞাপন
বিয়েতে ছেলের পরিবারের দাবি অনুযায়ী এক লাখ ৮০ হাজার টাকার বিভিন্ন উপঢৌকন দেন ব্যবসায়ী জয়নাল। কিন্তু বিয়ের পর থেকে রাকিবুল-তাসনিম দম্পতির মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। অভিযোগ রয়েছে রাকিবুল ও তার পরিবারের লোকজন তাসনিমকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করতে থাকেন। এতে অসুস্থ হয়ে এক মাস আগে তাসনিম তার স্বামীর প্রতি অভিমান করে বাবার বাড়িতে চলে যায়।
এরপর থেকে রাকিবুল প্রায়ই মোবাইলের মাধ্যমে তাসনিমকে বাড়িতে ফিরে আসতে বলেন। কিন্তু তাসনিম তার শ্বশুর-শাশুড়ি নিতে না আসা পর্যন্ত বাবার বাড়ি ছেড়ে যেতে অসম্মতি জানায়। এতে রাকিবুল ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী তাসনিম, শ্বশুর জয়নাল আবেদীনসহ তাসনিমের ভাইকে প্রায়ই মোবাইল ফোনে নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। এক পর্যায়ে যোগাযোগও বন্ধ করে দেন।
জয়নাল আবেদীনের পরিবারের দাবি, ঘটনার দিন সোমবার (১৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে রাকিবুল পূর্ব পরিকল্পিতভাবে তার লোকজন নিয়ে খালাশপীর হাটে আসেন। সেখানে হাটে মসলার দোকান থেকে জোরপূর্বক তার শ্বশুর জয়নাল আবেদীনকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারপিট করে।
অপহরণের ঘটনাটি জানতে পেরে জয়নাল আবেদীনের পরিবার তাৎক্ষণিক ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি অবগত করেন। রাতেই পীরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টায় স্থানীয় তেলিপাড়া লক্ষ্মীপুর এলাকা থেকে অপহৃত জয়নালকে আহত অবস্থায় উদ্ধার করেন। ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর উদ্ধার হওয়া জয়নাল আবেদীনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী পীরগঞ্জ থানা পুলিশের পুলিশ উপপরিদর্শক (এসআই) অনন্ত বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় এ ঘটনা ঘটেছে। অপহৃতার পরিবার থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ফরহাদুজ্জামান ফারুক/এমএএস