নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের নিচতলায় এ ঘটনা ঘটে। পরে হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা (খানপুর) হাসপাতালের নিচতলার লিলেন বিভাগে একটি বৈদ্যুতিক বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়। পরে হাসপাতালের নিচতলা ধোঁয়াতে ভর্তি হয়ে যায়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স ও রোগীরা বের হয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস এসে প্রায় ত্রিশ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার ঢাকা পোস্টকে বলেন, আগুনের ঘটনায় সবাই আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করেন। পরে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এখন পর্যন্ত কোনো আহতের খোঁজ মেলেনি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন ঢাকা পোস্টকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে হাসপাতাল প্রশাসন ও ফায়ার সার্ভিস যৌথ প্রচেষ্টায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

এসপি