নোয়াখালীর ৭ ইউপির ৫টিতে নৌকার জয়
নোয়াখালীর চার উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচটিতে আওয়ামী লীগ এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার (১৫ জুন) রাতে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন ঢাকা পোস্টকে নিশ্চিত করেন।
তিনি বলেন, হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. আখতার হোসেন, চানন্দী ইউনিয়নে মো. আজহার উদ্দিন, সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ফিরোজ আলম রিগান, বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নে মো. শাহজাহান ও সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে তোফাজ্জল হোসেন বাবলু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞাপন
এছাড়া সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন রিপন ও কেশারপাড় ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবদুল হক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সকলের আন্তরিকতায় একটি সুন্দর নির্বাচন উপহার দিয়েছে জেলা পুলিশ। এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে কেন্দ্রগুলোর নিরাপত্তায় মোট ১০০ জন পুলিশ সদস্য মোতায়েন ছিল। এ ছাড়া আনসার বাহিনী, র্যাব এবং বিজিবি সদস্যরা একযোগে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে কোনো প্রকার অনিয়ম হয়নি। কেন্দ্রের ভেতরে ও বাইরে প্রশাসন কঠোর অবস্থানে ছিল। বিশেষ করে হাতিয়ার দুই ইউনিয়নে ৭ জন ম্যাজিস্ট্রেট মোতায়েন ছিল।
হাসিব আল আমিন/আরএআর