উজান থেকে নেমে আসা ঢলে রাজবাড়ীর পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া এলাকার জৌকুড়া-নাজিরগঞ্জ নৌপথের রাজবাড়ীর জৌকুড়া ঘাটের পন্টুন ও ফেরিঘাটের সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় দুদিন ধরে ফেরি চলাচল বন্ধ রেখেছে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গত বৃহস্পতিবার (১৬ জুন) থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এই রুটে নিয়মিত চলাচলকারী যানবাহন ও যাত্রীদের।

শনিবার (১৮ জুন) রাতে ফেরি চলাচল বন্ধ হওয়ার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নওয়াজিশ রহমান বিশ্বাস।

তিনি বলেন, রাজবাড়ীর ধাওয়াপাড়া জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটের ফেরি সার্ভিসটি রাজবাড়ী সড়ক বিভাগের আওতায় পরিচালিত হয়। প্রতিদিন এ রুট দিয়ে যাত্রীবাহী পরিবহনের পাশাপাশি ছোট গাড়ি, পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান পারাপার হয়ে থাকে। পানিবৃদ্ধির কারণে গত বৃহস্পতিবার থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। সেই সাথে নৌপথের যোগাযোগ সচল করতে পাশেই পন্টুন ও ঘাটের কাজ করছে সড়ক বিভাগ।

এদিকে নৌরুটটি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। অতিরিক্ত ভাড়া দিয়ে ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত নৌকা ও ট্রালারে পদ্মা নদী পারাপার হচ্ছে সাধারণ মানুষ।

মীর সামসুজ্জামান/এনএ