ধর্ষণচেষ্টার অভিযোগে দুই কিশোর আটক
বরগুনা থানা
বরগুনায় পঞ্চম শ্রেণীর এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অষ্টম শ্রেণীর দুই কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক করা হয়। এর আগে বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ভুক্তভোগী ওই শিশুকে ধর্ষণচেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগী ওই শিশুর পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার হয় শিশুটি। খেলার ফাঁকে ওই দুই কিশোর তাকে আড়ালে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি অভিযুক্তদের হাত কামড়ে চিৎকার করে পালিয়ে যায় এবং পরিবারের সদস্যদের জানায়। পরে তারা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ অভিযুক্তদের আটক করে। এ ঘটনার মামলা করা হবে বলেও জানান ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
বিজ্ঞাপন
এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনার অভিযোগ পেয়ে আমরা অভিযুক্তদের আটক করেছি। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
সাইফুল ইসলাম মিরাজ/এসপি
বিজ্ঞাপন