কাদের মির্জাকে মানসিক হাসপাতালে ভর্তি হতে বললেন বাদল
কোম্পানীগঞ্জের পেশকারহাটে সংবাদ সম্মেলন করেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল
কাদের মির্জার মানসিক হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কোম্পানীগঞ্জের পেশকারহাট রাস্তার মাথায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, কাদের মির্জার মানসিক হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন। সত্যবাদী নামধারী কাদের মির্জার এ চরিত্র নতুন কিছু নয়, আশির দশক থেকে চলে আসছে। স্থানীয়ভাবে রাজনীতি করতে গিয়ে তার মতের বিরুদ্ধে গেলেই নেমে আসে নির্যাতন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে কাদের মির্জা মোটা অংকের চাঁদাবাজি করেছে। সে তথ্যও আমাদের কাছে আছে।
জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মিথ্যাচার ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। এ সময় তিনি সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কবিরহাট পৌরসভার রুপালী চত্বরে বিক্ষোভ সমাবেশ করবেন বলে ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব রশিদ মঞ্জু, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাসিব আহসান আলাল, চরকাঁকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ, ৭ নম্বর মুছাপুর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম শাহিন, উপজেলা আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম রাহাত, উপজেলা আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজ, ৮ নম্বর চর এলাহী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল বাশার।
হাসিব আল আমিন/এসপি