নেত্রকোণার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সোমবার (২০ জুন) দুপুরে তিনি ঢাকা থেকে নেত্রকোণা জেলা শহরে পৌঁছান।

জানা গেছে, জেলা শহরে পৌঁছার পর ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ছুটে যান হাওর উপজেলা খালিয়াজুরীতে। পরে বিকেলে সেখানে বিভিন্ন এলাকা ঘুরে পানিবন্দি, অসহায় লোকজনের খোঁজ-খবর নেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে লেখক ভট্টাচার্য বলেন, বাংলাদেশ ছাত্রলীগ এ দেশের বিভিন্ন দুর্যোগে সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান বলেন, বন্যা পরিস্থিতির শুরু থেকেই নেত্রকোণা জেলা ছাত্রলীগ বন্যাদুর্গত অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ মোতাবেক বন্যাকবলিত অসহায় মানুষকে সেবা প্রদানের পাশাপাশি তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

জিয়াউর রহমান/এসপি