বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, আকস্মিক বন্যায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়ে ঘরবাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য কাজ করছে সরকার। বন্যা মোকাবিলায় জনপ্রতিনিধি, গ্রামবাসী, প্রশাসন ও পুলিশ একসঙ্গে কাজ করছে। 

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সুনামগঞ্জের দুর্গম এলাকা তাহিরপুরে বন্যাকবলিত এলাকা পরিদর্শনের পর ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, বন্যায় আইনশৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে পুলিশ ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে। ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পাহাড়ে বৃষ্টিপাত না হলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে।

এর আগে তিনি তাহিরপুর বাঁধাঘাট স্কুল মাঠে হেলিকপ্টার যোগে অবতরণ করেন। সেখানে বানভাসি মানুষদের মাঝে পুলিশের পক্ষ থেকে ত্রাণ সহযোগিতা প্রদান করেন। পরে বন্যাকবলিত কয়েকটি গ্রাম পরিদর্শন করে বিশ্বম্ভপুর থানায় আশ্রয় নেওয়া বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহাম্মেদ, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।

আরআই