কুমিল্লায় ২০১২ সালে এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরও ১ বছরের কারাদণ্ডাদেশও দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এ দণ্ডাদেশ দেন। 

সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন কুমিল্লা নগরীর বারপাড়া কৃষ্ণপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাসেল ও বারপাড়া এলাকার হিরণ মিয়ার ছেলে আরিফ হোসেন।

আজ সন্ধ্যায় বাদীপক্ষের আইনজীবী নুরুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, ২০১২ সালে কুমিল্লার বারপাড়া কবরস্থান থেকে মুরাদনগর উপজেলার ১ নারীর মরদেহ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। 

এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্তে নেমে কুমিল্লা নগরীর বারপাড়া কৃষ্ণপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাসেল ও বারপাড়া এলাকার হিরণ মিয়ার ছেলে আরিফ হোসেনের সংশ্লিষ্টতার কথা জানতে পারে পুলিশ। 

তাদের অধিকতর জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তারা দোষী প্রমাণিত হওয়ায় আজ তাদের এ দণ্ডাদেশ দেওয়া হয়।

আরআই