ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক নারীর সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় নৈতিক স্খলনের দায়ে উপজেলা চেয়ারম্যানের অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল করেছেন নারীরা। 

শুক্রবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকায় এ ঝাড়ু মিছিল করা হয়।

কয়েকদিন আগে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের সঙ্গে এক নারীর অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়। ফেসবুকে ভিডিও ছড়ানোর অভিযোগে উপজেলা চেয়ারম্যানের ছেলে সাইফুল ইসলামের করা মামলায় গতকাল বৃহস্পতিবার (২৩ জুন) উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক শেখ আরফান আহমেদ ও কুট্টাপাড়া এলাকার তরিকুল ইসলাম নামে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

ঝাড়ু মিছিলে নেতৃত্ব দেন সরাইল উপজেলা শ্রমিক লীগ নেতা শেখ আবুল কালাম। মিছিলটি গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে গ্রেপ্তার দুই যুবকের পরিবারের সদস্যরা ও স্থানীয় নারীরা অংশ নেন।

এ সময় মিছিলকারীরা নৈতিক স্খলনের অভিযোগে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে রফিক উদ্দিন ঠাকুরের অপসারণ ও তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও অবিলম্বে গ্রেপ্তার দুই যুবকের মুক্তি দাবি করেন তারা।

আজিজুল সঞ্চয়/আরএআর