রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় বিশেষ পোশাক পরিহিত এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুন) সকালে উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের উগারীপাড়ায় সেগুন বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি রাজস্থলী থানায় নেওয়া হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে ঘটনাস্থলের দিকে গুলির শব্দ শোনা যায়। অজ্ঞাত পরিচয় মরদেহটির গায়ে সবুজ রঙের বিশেষ পোশাক রয়েছে। যার মাধ্যমে ধারণা করা হচ্ছে মরদেহটি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কোনো সদস্যের হতে পারে।  

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয় কার্বারীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তার পরিচয় আমরা এখনো জানতে পারিনি। স্থানীয়দের থেকে শুনেছি সেখানে রাতে নাকি গুলির শব্দ শোনা গেছে। তবে আমরা শুনতে পাইনি। 

তিনি আরও বলেন, মরদেহটির গায়ে সবুজ রঙের বিশেষ পোশাক রয়েছে। এতে আমরা ধারণা করছি ওই ব্যক্তি জনসংহতি সমিতির সদস্য হতে পারেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

মিশু মল্লিক/আরএআর