নরসিংদীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১’। একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় নরসিংদীবাসী।
সদরের মোসলেহ উদ্দিন ভূঞা স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, নরসিংদী প্রেসক্লাব, জেলা ক্রীড়া সংস্থা, নরসিংদী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ভক্তদের সংগঠন হিমু পরিবহনসহ বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা জানায়। সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে এই আয়োজন।
বিজ্ঞাপন
এর আগে শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে শহীদ মিনারের বেদিতে অনুষ্ঠিত হয় আবৃত্তি ও ভাষা আন্দোলন ভিত্তিক পথনাটক। তবে করোনা পরিস্থিতির কারণে এবারের আয়োজনে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে।
অন্যদিকে, নরসিংদী সরকারি কলেজেও একই সময়ে রাত থেকে শ্রদ্ধা জানায় নরসিংদী সরকারি কলেজসহ আশেপাশের প্রায় ৩০টিরও বেশি স্কুল, কলেজ ও সামাজিক সংগঠন। নরসিংদীর সবকটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে স্ব স্ব শহীদ মিনারে ফুল দেওয়া হয়।
বিজ্ঞাপন
রাকিবুল ইসলাম/ওএফ