নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার পথে হাওরের পানিতে পড়ে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ত্রাণবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা লোকজন হতাহত না হলেও তাদের প্রায় ৬ লক্ষাধিক টাকার ত্রাণ সামগ্রী পানিতে ডুবে গেছে।

বুধবার (২৯ জুন) সন্ধ্যায় কলমাকান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে টাঙ্গাইলের সখিপুর থেকে আসা ১০-১২ জন মানুষ ত্রাণের এসব মালামাল নিয়ে ট্রলারে করে কলমাকান্দা নোয়াগাঁও এলাকার বন্যার পানির ওপর দিয়ে যাচ্ছিলেন। এ সময় বেলা সাড়ে ১১টার দিকে পানিতে পড়ে থাকা বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে ট্রলারটি ডুবে যায়। পরে আমরা ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে গিয়ে ডুবে যাওয়া ট্রলারসহ ত্রাণের মালামাল উদ্ধার করি। এ ঘটনায় কেউ হতাহত হননি।

এ নিয়ে কথা হলে কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খান বলেন, ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মালামালসহ ট্রলার ও ট্রলারে থাকা লোকজনকে উদ্ধার করেছে।

মো. জিয়াউর রহমান/এমএএস