বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জাহাঙ্গীর হাওলাদার (৪০) নামে এক মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি ফরিদ শেখ (৩৮) ও তার ছেলে ২ নং আসামি আসিফ শেখকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলার খাজুরবাড়িয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

এর আগে ৪ জুলাই দুপুরে মোরেলগঞ্জ উপজেলা সদরের প্রাণিসম্পদ অফিসের সামনে ওই চালককে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় নিহত জাহাঙ্গীরের কলেজ পড়ুয়া ছেলে আজিজুর রহমান সাকিব (১৮) গুরুত্বর আহত হন। সাকিব খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন।

নিহত জাহাঙ্গীর হাওলাদার বারইখালী-নিকারিপাড়া এলাকার মৃত রশিদ হাওলাদারের ছেলে। ঘাতক ফরিদ শেখ একই এলাকার আব্দুল গনি শেখের ছেলে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, মোটরসাইকেল চালক জাহাঙ্গীর নিহত হওয়ার পর থেকেই হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়। মঙ্গলবার দুপুরে খাজুরবাড়িয়া গ্রাম থেকে আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।

তানজীম আহমেদ/আরআই