বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় সেনাবাহিনী ও বিজিবির চার সদস্যসহ ১০ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (০৬ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার শাকপালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সৈকত হাসান। তিনি জানান, রংপুর থেকে বরিশালগামী তুহিন পরিবহনের একটি বাস দুপুর ১২টার দিকে শাকপালা এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। ১০ জন যাত্রী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় যাত্রীবাহী বাস ও ট্রাক আটক করা হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা  নেবে। 

আলমগীর হোসেন/এসপি