মুহূর্তের মধ্যেই আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে

গাজীপুর মহানগরীর একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নগরীর পূবাইল থানার কুদাব এলাকায় রহমান এন্টারপ্রাইজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

পরে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানাটিতে তুলা এবং ঝুট থেকে সুতা তৈরি করা হতো।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, কুদাব এলাকায় রহমান এন্টারপ্রাইজ নামে একটি তুলার গুদাম থেকে আগুনের সূত্র হয়। মুহূর্তের মধ্যেই আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরএআর